Sharing is caring!
হামিদ আল মামুন রানা টাঙ্গাইল প্রতিনিধি: মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী অন্য হাতে রন-তুর্য, প্রেম গ্রহ ও অসম্পাদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলাম’র স্মরণে টাঙ্গাইলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৬ নভেম্বর(রবিবার) টাঙ্গাইলের সাধারণ গন্থাগার মিলনায়তন-এ বিশ্বকবি কাজী নজরুল ইসলাম’র স্মরণে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকার মোঃ কায়সার পুলিশ সুপার, টাঙ্গাইল, মুখ্য আলোচক হিসেবে ছিলেন প্রফেসর আলিম মাহমুদ চর্যাপদ গবেষক এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এস এম সিরাজুল হক আলমগীর।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মেয়র টাঙ্গাইল পৌরসভা, জনাব খন্দকার নাজিম উদ্দিন ,চেয়ারম্যান ভাসানী ফাউন্ডেশন টাঙ্গাইল, জনাব হারুন অর রশিদ ,সভাপতি বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি, টাঙ্গাইল। জনাব মোঃ মাহমুদ কামাল ,সভাপতি টাঙ্গাইল সাহিত্য সংসদ। জনাব মোঃ এরশাদ হাসান ,কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমী টাঙ্গাইল। সভাপতি ,অনিক রহমান বুলবুল।
অনুষ্ঠানটির আয়োজন করেন, নজরুল ইসলাম-গবেষণা পরিষদ টাঙ্গাইল। অনুষ্ঠানে বিশেষ আবৃত্তিতে ছিলেন টিটো মুন্সী। এছাড়াও আরও অনেকে আবৃত্তি করেছেন।
অতিথি বরণ ও আলোচনা-পর্বের শেষে টাঙ্গাইল জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের শিল্পী বৃন্দরা কবিতা এবং নজরুল সঙ্গীত পরিবেশন করেন।