১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

চাটখিল উপজেলা শিক্ষক সমিতি নির্বাচন বিধি বহির্ভূত প্রক্রিয়ায় আয়োজনের অভিযোগ-নির্বাচন স্থগিত করার দাবি

অভিযোগ
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২২
চাটখিল উপজেলা শিক্ষক সমিতি নির্বাচন বিধি বহির্ভূত প্রক্রিয়ায় আয়োজনের অভিযোগ-নির্বাচন স্থগিত করার দাবি

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চাটখিল উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ বিধি বহির্ভূত প্রক্রিয়ায় আয়োজনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে চাটখিল উপজেলা শাখার সদস্যদের পক্ষে উপজেলার মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাসেদুল হাসান নোয়াখালী জেলা সভাপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, যথাযথ বিধি মোতাবেক ২৩৬জন ভোটারকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করে ভোটার তালিকা প্রণয়নের পর গত ১৭ অক্টোবর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২ এর তফসিল ঘোষণা করা হয়। এতে বিভিন্ন পদে ৯জন মনোনয়নপত্র জমা দেন। ঘোষিত তফসিলে আগামী ২৬নভেম্বর ভোট গ্রহনের দিন ধার্য ছিল। নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের আয়োজন না করে অনিয়মতান্ত্রিকভাবে বিধি বহির্ভূত পূণঃ তফসিল ঘোষণা করেন। এতে সম্পাদক প্রার্থী পরকোট-দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল বাকের তার বিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষকদের এবং বিদ্যমান আরো চার বিদ্যালয়ের শিক্ষকদের নিজের সুবির্ধাতে বিধি বহির্ভূতভাবে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করেন। নিয়মানুযায়ী কোন নির্বাচনের পূণঃতফসিল ঘোষণা হলে আগের তফসিলের সকল কার্যক্রম বাতিল হলেও সবকিছু বহাল রেখে কেবলমাত্র কয়েকজনকে নতুন করে প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছে পূনঃ তফসিলে। অন্য দিকে ভোটার তালিকা সংশোধন করা হলেও পূর্বে মনোনয়ন জমাকারী ৯জনকে সংশোধিত ভোটার তালিকা দেওয়া হয়নি। তাই তদন্ত করে আগামী ২৬ নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করার আবেদন জানিয়েছে চাটখিল উপজেলা শাখার সদস্য ও প্রার্থীগণ। অভিযোগের বিষয়ে পরকোট-দশঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল বাকের এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, পূনঃতফসিল ঘোষণা হলে পূর্বের তফসিলের সকল কার্যক্রম বাতিলের বিধান থাকলেও নির্বাচন পরিচালনা কমিটি আগের তফসিলের কোন কিছুই বাতিল করেনি। তবে তার বিদ্যালয় সহ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকরা ভোটার তালিকায় বাদ পড়ায় তিনি পুণঃতফসিলে সুযোগ পাওয়ার কারণে তাদের কে ভোটার তালিকায় অন্তভুক্ত করেন।
এব্যাপারে জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেমের সঙ্গে যোগাযোগ করলে তিনি এখনো অভিযোগ পাননি বলে জানান। কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগের অনুলিপি প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট জেলা কমিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Please Share This Post in Your Social Media
June 2023
T W T F S S M
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930