১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (লিমিটেডে) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

প্রকাশিত নভেম্বর ২২, ২০২২
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (লিমিটেডে) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

Sharing is caring!

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (লিমিটেডে) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর থেকে সার কারখানাটির উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।২২ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সার কারখানার দক্ষিণ প্রান্তে অ্যামোনিয়া প্ল্যান্টের রিফরমার পাইপ ফেটে এ আগুন ধরে যায়।

কারখানার অতিরিক্ত প্রধান রসায়নবিদ প্রদীপ কুমার নাথ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জাতীয় সাপ্তাহিক অভিযোগ কে বলেন , যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

সিইউএফএলের উপ-ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মাহমুদুর রহমান জাতীয় সাপ্তাহিক অভিযোগ  কে বলেন, আগুন লাগার পর নিজস্ব ফায়ার ট্রাক দিয়ে আগুন দ্রুত নেভাতে সক্ষম হয়েছি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কমিটি গঠন করা হয়েছে।

১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় সার কারখানাটি প্রতিষ্ঠা করা হয়। এ কারখানায় বার্ষিক উৎপাদনক্ষমতা পাঁচ লাখ ৬১ হাজার মেট্রিকটন ইউরিয়া এবং তিন লাখ ১০ হাজার মেট্রিকটন অ্যামোনিয়া।