Sharing is caring!
বিশেষ প্রতিনিধি ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২১ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৭০ পিস ইয়াবা, ২১.৫ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ১১ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল ও ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে।