১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ছাত্রলীগের সম্মেলন ৮ ডিসেম্বর

admin
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২২
ছাত্রলীগের সম্মেলন ৮ ডিসেম্বর

Sharing is caring!

 

প্রধান প্রতিবেদক : আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ৮ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এর আগে ৩ ডিসেম্বর এ সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুব মহিলা লীগের সমাবেশ ১৫ ডিসেম্বর পুনঃনির্ধারিত হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ নভেম্বর রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন। ৩ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। এ কারণে ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনে অংশ নেয়া সম্ভব হবে না। এ জন্য সম্মেলনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার গণভবনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের ৩ তারিখের পরিবর্তে ওই মাসের অন্য কোনো তারিখে ছাত্রলীগকে সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেন।

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। একই স্থানে ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগ, ৮ ডিসেম্বর ছাত্রলীগ ও ১৫ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন হবে।