হামিদ আল মামুন রানা গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন চত্বর বাজার এলাকায় একটি দোকান থেকে ৩০০ বস্তা ওএমএসের চাল জব্দ করেছে পুলিশ। এঘটনায় ওই দোকান মালিক ও কর্মচারীকে আটক করা হয়েছে।
আটক শিমুলতলী এলাকার বাসিন্দা ও দোকান মালিক সাইফুল ইসলাম স্বপন (৩৭) এবং তার দোকানের কর্মচারী আফজাল হোসেন।
সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে চাল জব্দ এবং ওই দুইজনকে আটক করে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চত্বর বাজার এলাকায় একটি দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকান থেকে ওএমএসের ৩০০ বস্তা চাল জব্দ করা হয়। পরে দোকান মালিক ও কর্মচারীকে আটক করা হয়েছে। তবে কত কেজি চাল তা তাৎক্ষণিক পরিমাপ করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.