১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পটিয়াতে জোর পুর্বক জমি জবর দখলের চেষ্টা থানায় জিডি

Weekly Abhijug
প্রকাশিত নভেম্বর ১১, ২০২২
পটিয়াতে জোর পুর্বক জমি জবর দখলের চেষ্টা  থানায় জিডি

জেসমিন জুঁই

চট্টগ্রামের পটিয়া কমল মুন্সির হাট শ্রীমাই এলাকায় কতিপয় দুর্বৃত্ত জোর পুর্বক এক অসহায় পরিবারের নাল জমি জবর দখলের অপচেষ্টা চালিয়ে উক্ত জমির চারপাশের বাঁশের ঘিরা বেড়া ভাংচুর ও বিভিন্ন প্রজাতির চারের চারা কেটে – উপড়ে ফেলে বিপুল পরিমানের আর্থিক ক্ষতি সাাধন করেছে মর্মে সংবাদ পাওয়া গেছে। এব্যাপারে স্থানীয় প্রভাবশালী নুরুল ইসলাম, নুরুল আমিন ও রুবেল নামীয় জনৈক ব্যক্তিকে বিবাদী করে পটিয়া থানায় সাধারন ডায়েরী করেন ভুক্তভোগী কৃষক আবদুল আজিজ। জিডি সুত্রে প্রকাশ, বাপ দাদার আমলের মৌরশী সম্পত্তি বহুবছর ধরে ভোগ দখলে রয়েছেন এহেন জমিতে উল্লেখিত ব্যক্তি অনধিকার প্রবেশ করতঃ বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে বাঁশের ঘিরা বেড়া কেটে ফেলে ও ভাংচুর করে এবং জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির গাছের চারা লম্বা দাও দিয়ে কেটে নিয়ে যায়। এতে তিনি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে কারন জিজ্ঞাসা করিলে তারা বলেন, শুধুমাত্র ভাংচুর, গাছপালা কর্তন করছি যে,পরবর্তীতে উক্ত জমি যে কোন মুল্যে দখল করে নেয়া হবে হাকা বকা করে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এবিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী আজিজ বলেন, ” তারা প্রায় ২০ হাজার টাকার ঘিরা বেড়া নষ্ট করে এবং ৫০ হাজার টাকার অধিক গাছের চারা উপড়ে ফেলে – কর্তন করে ক্ষতি সাধন করেছেন। এব্যাপারে স্থানীয় লোকজনের সাথে পরামর্শ করে থানায় জিডি করি কিন্তু থানায় জিডি করায় তারা এখন আমাকে মৃত্যুর হুমকি দিচ্ছে যার ফলে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আমার জান মাল রক্ষার্থে সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি” । কৃষক আজিজের ভাগিনা গরীব অসহায় সিএনজি অটোরিকশা চালক মোঃ রাশেদ বলেন, “আমরা অত্যন্ত গরীব অসহায় বলে প্রতিপক্ষ আমার মামাদের মানুষ বলে মনে করে না,গায়ের জোরে আমার নানার সম্পত্তি দখল করে নিতে চায় এমনকি আমি মাঝে মধ্যে প্রয়োজনে মামাবাড়ি যাওয়া আসা করি বলে আমাকেও হুমকি দিছে দুর্বত্তগন। আমি সমাজের সচেতন মহলের সুদৃষ্টি কামনা করি এবং যথাযথ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করি যাতে আমার মামাদের সম্পত্তি কোন ভুমিদূস্য দখল করতে না পারে।

Please Share This Post in Your Social Media
December 2023
T W T F S S M
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031