মোজাম্মেল হক লিটন নোয়াখালী প্রতিনিধি: চাটখিল পৌর শহরের ভীমপুর আঢ্য বাড়ীর সামনে একটি মুদি দোকানে গত বৃহস্পতিবার গভীর রাতে নিজের দোকানে নিজে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ঐ দোকানদার পূর্ব বিরোধের জের ধরে লন্ডন প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিককে হয়রানি করার অভিযোগ উঠেছে। এব্যাপারে ঐ ব্রিটিশ নাগরিকের বাবা মো. আবুল কালাম গতকাল সোমবার রাতে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, ভীমপুর আঢ্য বাড়ির আবুল কালাম (গরু বেপারী) এর ছেলে নুর আলম বাড়ির প্রবেশ পথে সরকারি জমি দখল করে একটি মুদি দোকান পরিচালনা করে আসছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল রায় স্থানীদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করে সরকারি জমি ও বাড়ির প্রবেশ পথ দখলমুক্ত করতে নোটিশ জারি করে। এতে ব্রিটিশ নাগরিক শাহ্ সুফিয়ানের পরিবারের সাথে পূর্ব বিরোধের জের ধরে তাদেরকে ফাঁসাতে ও হয়রানি করতে নুর আলমের ভাই মেহেদী (৩৬) নিজেদের দোকানে নিজেরা আগুন দেওয়ার নাটক করে। পক্ষান্তরে দোকানের মালামাল অক্ষত থাকে এমনকি দোকানের ভিতরের গ্যাস সিলিন্ডারগুলোও বিষ্ফোরিত হয়নি। মেহেদী দোকানে আগুন লাগিয়েছে যা সিসি টিভি ফুটেজে দেখা যায় বলে অভিযোগে বলা হয়। লন্ডন প্রবাসী শাহ্ সুফিয়ান মুঠো ফোনে জানান, তিনি বিগত ১৫ বছর যাবত লন্ডনে ব্যবসা করছেন গত ৩মাস আগে তিনি দেশ থেকে লন্ডনে ফিরে যান। তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় ও মানহানি করতে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। দোকানে আগুন লাগানোর ঘটনা সম্পুন্ন নাটক বলেও তিনি দাবি করেন। এসময় তিনি আরো বলেন সিসি টিভি ফুটেজ দেখলে ও বাস্তবে দোকানে গেলে দেখা যাবে দোকানের সকল মালামাল অক্ষত রয়েছে। চাটখিল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, ঘটানার বিষয়ে তদন্ত চলছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.