সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ায় এক যুবতীকে গণধর্ষণের ঘটনার মূল হোতা ও একাধিক ডাকাতি মামলার আসামি মো. মোক্তার আহমদ(৪৫) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (৭ নভেম্বর) রাতে উপজেলার কেরানিহাট এলাকায় পুলিশ ও র্যার-৭ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার এওচিয়ার ইউনিয়নের
২নং ওয়ার্ড চূড়ামনি সিকদার পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোক্তারকে কেরানীহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সে ওই মামলাগুলোতে প্রায় ৮ বছর জেল খেটে সম্প্রতি জামিনে মুক্ত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মোক্তার ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।
জবানবন্দি গ্রহনের জন্য তাকে আজ (মঙ্গলবার) আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।উল্লেখ্য, বিগত ২৭শে অক্টোবর উপজেলার এওচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড চূড়ামণি পাক্কা দোকানের দক্ষিণে পাহাড়ে প্রথমে ছাবের নামক এক ব্যক্তির পেঁপে বাগান ও পরে পাশ্ববর্তী বক্করের টিলার গাছ বাগানে নিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা যুবতীর বড় ভাই বাদী হয়ে ২ নভেম্বর রাতে মোক্তারসহ উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোট পুকুরিয়া বাজারের উত্তর পাশে দক্ষিণ কাঞ্চনা এলাকার শিমুল প্রকাশ শ্যামল (৪০)ও এওচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড চূড়ামণি সিকদার পাড়ার আনু বেগম (৪০) কে আসামী করে থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে জোর পূর্বক দলবদ্ধভাবে ধর্ষণ ও সহায়তার করার অপরাধে মামলা দায়ের করেন
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.