চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ২৯ কাতালগঞ্জ রোডস্থ দৈনিক খবর, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য মোঃ আহমাদুর রহমান শাওনকে শারীরিক নির্যাতনসহ জিম্মি করে জোর পূর্বক ২৬ লাখ টাকার চেক আদায় করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এসময় অফিসে থাকা আরও দুই সাংবাদিককে শ্লীলতাহানি করেছে তারা। গত ৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় এ ঘটনার পর সাংবাদিক শাওন বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা রুজু করেন, যাহার নং-৪(১১) ২২, তারিখ ৭ নভেম্বর। আজ ৭ নভেম্বর সোমবার সকালে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দার হাট সংলগ্ন খতিবের হাট এলাকা থেকে ২৬ লাখ টাকার দু’টি চেক উদ্ধারসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-বহদ্দারহাট বারৈপাড়া এলাকার শফি চৌধুরীর পুত্র মোঃ কায়সার হামিদ (৩৫) ও সাতকানিয়া উপজেলার আমিলাইশ শীল পাড়ার জ্ঞানেন্দ্র শীলের পুত্র মৃদুল শীল (৪৮)। পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করেছে।
জানা গেছে, শাওনের পিতা মরহুম সাংবাদিক মোঃ ওবায়দুর রহমানের সাথে একটি জায়গা সংক্রান্তে টাকা লেনদেনের বিষয়ে মৃদুল শীলের বিরোধ ছিল। বিরোধ মীমাংসার কথা বলে গত ৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় মৃদুল শীল তার ভাড়া করা সন্ত্রাসী কায়সার হামিদ ও মোঃ রিফাতসহ আরও অজ্ঞাতনামা ২০/২৫ জন সন্ত্রাসীকে নিয়ে কাতালগঞ্জ রোডস্থ দৈনিক খবর, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিসে যায়। এসময় সন্ত্রাসীরা সিইউজে ও প্রেস ক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক মাখন লাল সরকার ও স্টাফ রিপোর্টার মোঃ জসিম উদ্দিন চৌধুরীকে শ্লীলতাহানি করে অফিস থেকে বের করে দিয়ে খবর’র বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ আহমাদুর রহমান শাওনকে শারীরিক নির্যাতনসহ জিম্মি করে জোর পূর্বক ১৩ লাখ টাকার দু’টি চেকে মোট ২৬ লাখ টাকার চেক আদায় করে নিয়ে হুমকি দিয়ে চলে যায়। জোর পূর্বক চেক আদায়কালে সন্ত্রাসীরা মোবাইলে ভিডিও চিত্র ধারণ করেন। সাংবাদিক নেতৃবৃন্দকে বিষয়টি জানানোর পর তাদের সহযোগিতায় পাঁচলাইশ থানায় একটি মামলা রুজু করেন সাংবাদিক শাওন। আজ ৭ নভেম্বর সোমবার সকালে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন মজুমদারের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাদিকুর রহমানের নেতৃত্বে এস.আই সোহেল সঙ্গীয় ফোর্সদের নিয়ে নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দার হাট সংলগ্ন খতিবের হাট এলাকা থেকে মোট ২৬ লাখ টাকার দু’টি চেক উদ্ধারসহ এই দুই সন্ত্রাসীকে গ্রেফতার করলেও রিফাতসহ অন্যান্য সন্ত্রাসীরা এখনো পলাতক রয়েছে। উল্লেখ্য যে, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর তারিখে এক নারীর দায়ের করা শ্লীলতাহানি ও ছিনতাই মামলা এবং ২০১৭ সালের ১৪ নভেম্বর তারিখে সিইউজে’র সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন’র চট্টগ্রাম ব্যুরো প্রধান পেশাজীবি নেতা সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী ও সিইউজে নেতা সাংবাদিক স্বরূপ ভট্টাচার্যের উপর হামলার ঘটনায় গ্রেফতার হয়েছিল সন্ত্রাসী কায়সার হামিদ।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.