চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন (বিএসকেএস) রেজি নং ৭৮৮/০৭ চট্টগ্রাম জেলা কমিটি গঠনকল্পে ৫ নভেম্বর ২০২২ তারিখ শনিবার বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব সুলতান আহমদ হলে এক মতবিনিময় সভা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন কেন্দ্রীয় কমিটির কার্যকারী সহ-সভাপতি আলী আহমদ শাহীন এর সভাপতিত্বে ও বি এস কে এস কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক রাসেল দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় চট্টগ্রাম জেলার প্রতিটি উপজেলা ও মহানগরের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, অনলাইন মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সবাই তাদের মতামত পোষণ করতে গিয়ে বলেন, সাংবাদিকরা আজ বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত এবং সঙ্ঘবদ্ধ নয়। আমাদেরকে সকল স্তরের সাংবাদিকদের সঙ্ঘবদ্ধ হতে হবে। অন্যায় ভাবে সাংবাদিকদের উপর মামলা হামলা হলে সবাইকে একসাথে তা প্রতিহত করতে হবে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন যেন সাংবাদিকদের কল্যাণে কাজ করে এ প্রত্যাশা কামনা করে উপস্থিত । এই সংগঠন যেন সাংবাদিকদের আস্থা ও আশ্রয়স্থল হয় এই আশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকেরা। তারা আরও আশা ব্যক্ত করেন একে অন্যের হাত ধরে সঙ্ঘবদ্ধ ভাবে বিএসকেএসকে চট্টগ্রামে প্রতিটি মানুষের কাছে নিয়ে যেতে পারি সে প্রতিজ্ঞাও করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক পলাশ কান্তি নাথ,দৈনিক ইনফো বাংলার যুগ্ম সম্পাদক সজল চৌধুরী,দৈনিক ইনফো বাংলার সিনিয়র সহ-সম্পাদক তালুকদার নির্দেশ বড়ুয়া, মাসিক ফটিকছড়ি পত্রিকার সহ-সম্পাদক বরুন আচার্য্য বলাই,বাংলা ৫২ ডট টিভি সাতকানিয়া প্রতিনিধি মোঃ হোছাইন, প্রিয় কন্ঠ পত্রিকার প্রতিনিধি লায়ন রিমন মুহুরী, সাপ্তাহিক মাইনি পত্রিকার সহকারী সম্পাদক শংকর দাশ, ক্রাইম এন্ড জাস্টিস পত্রিকার প্রতিনিধি এম জে জুয়েল, দৈনিক ইনফো বাংলার প্রতিনিধি এফ এ এফ রুমি, দৈনিক সূর্যোদয় পত্রিকার প্রতিনিধি সৌমেন সরকার, এশিয়া টিভি ক্রাইম প্রতিনিধি মোঃ মনজুরুল ইসলাম, দৈনিক ইনফো বাংলার স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন সাগর, দৈনিক সন্ধ্যাবানী পত্রিকার প্রতিনিধি মোঃ সফিউল আজম রুবেল, আনন্দ টিভি লোহাগাড়া প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন, ওমেন্স বাংলা প্রতিনিধি প্রিয়াঙ্কা দত্ত, স্টার বাংলা টিভি প্রতিনিধি জনি আচার্য্য, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ লোকমান আনছারী,দৈনিক দেশের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ জাকির হোসেন, ওমেন্স বাংলা প্রতিনিধি জান্নাতুল মাওয়া রেখা,দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আব্দুল সত্তার টিটু,এসএন টিভি প্রতিনিধি মোঃ জামিল হোসেন, সম্পাদক বাঁশখালী টাইমস আবু ওবাইদা আরাফাত, চট্টলার সকাল পটিয়া প্রতিনিধি মোঃ এবি রহমান, সম্পাদক বাঁশখালী নিউজ মোহাম্মদ মনসুর আলম, দৈনিক আমার সংবাদ পত্রিকার হাটহাজারী প্রতিনিধি সাহাবুদ্দিন সাইফ, দৈনিক ইনফো বাংলার বোয়ালখালী প্রতিনিধি মোহাম্মদ আলী রিপন,দৈনিক সূর্যোদয় পত্রিকার প্রতিনিধি প্রসেনজিৎ ভট্টাচার্য, দৈনিক ইনফো বাংলা টিভির প্রতিনিধি সঞ্জয় দত্ত প্রমূখ। সবার মতামতের ভিত্তিতে আগামী এক সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করবে এই সিদ্ধান্ত হয়। প্রতিটি সদস্যকে বিএসকেএস এর নির্ধারিত ফরমে তার সদস্য ফরম পূরণ করে সদস্য হতে হবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.