১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা নির্বাচিত হলেন জসিম উদ্দিন আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মন্ত্রীর প্রতি শুভেচ্ছা।

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২২
মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা নির্বাচিত হলেন জসিম উদ্দিন আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মন্ত্রীর প্রতি শুভেচ্ছা।

Sharing is caring!

 

স্টাফ রিপোর্টার: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় সংসদে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সাবেক ছাত্রনেতা জসীম উদ্দিন আহম্মেদ চৌধুরকে উপদেষ্টা নির্বাচিত করায় মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আকম মোজাম্মেল হক’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জসিমউদ্দিন চৌধুরী।

মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় সংসদ এক সভায় সর্বসম্নতিক্রমে তাঁকে উপদেষ্টা পদে নির্বাচিত করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপদেষ্টা জসিম উদ্দিন। সেই সাথে সাবেক ছাত্রনেতা মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইপোনুর রহমান মুন্না এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড এর মহাসচিব মো. মাসুদ রানা সহ সকল সহযোদ্ধাদের প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জসিম উদ্দিন।

এক বিবৃতিতে জসিম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মানে মুক্তিযুদ্ধের চেতনায় ও স্বাধীনতার চেতনায় যুব ও তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করা ও শোষণমুক্ত সমাজ গড়াই আমাদের অঙ্গীকার।