Sharing is caring!
নিউজ ডেস্ক: পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৩ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৩৫ জন।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী এসব তথ্য জানান।
তিনি বলেন, চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ৩৩৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩০২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৩৩ জন। আক্রান্তদের বেশির ভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে পিরোজপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জেলা সদর হাসপাতালে একটি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। আর জেলার সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নেছারাবাদে।