Sharing is caring!
অভিযোগ অনলাইন ডেস্কঃ ভারতের বিপক্ষে ৫ রানে হেরে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে অনেকটাই ছিটকে গেছে বাংলাদেশ দল। তবে এখনও সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে টাইগারদের। আর তাই সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। সেইসঙ্গে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলগুলোর ফলের ওপর।
তবে সেদিকে না তাকিয়ে পাকিস্তান ম্যাচে চোখ রাখছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। শুক্রবার (৪ নভেম্বর) অনুশীলন শেষে গণমাধ্যমকে তাসকিন বলেন, ‘প্রত্যেক ম্যাচের মতো এই ম্যাচেও জয়ের জন্যই মাঠে নামব। সবাই সেরাটা দিবো ইনশাআল্লাহ। আমাদের গ্রুপটা বেশ জমে যাচ্ছে। এখনও যদি জিততে পারি তাহলে কোনও না কোনোভাবে সুযোগ আসতেও পারে। চেষ্টা থাকবে সেরাটা দিয়ে ভালো কিছু করার ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘গত ম্যাচে আমাদের সামনে সুযোগ ছিল জেতার। পরে গিয়ে আমরা হয়তো হেরে গিয়েছি। পুরো দলের সবাই উন্নতির দিকেই চোখ রাখছে। শেষ ম্যাচটাও আমরা জয়ের জন্যই খেলব, নিজেদের সেরাটা দিয়ে। সবাই আলহামদুলিল্লাহ ঠিক আছে। খারাপ লাগছে যেহেতু হেরে গিয়েছিলাম।’