২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

চান্দগাঁও মোহরা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী পিংকী হিজরা ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

প্রকাশিত নভেম্বর ৩, ২০২২
চান্দগাঁও মোহরা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী পিংকী হিজরা ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

Sharing is caring!

চট্টগ্রাম প্রতিনিধি :

চান্দগাঁও মোহরা রেললাইন এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী পিংকী হিজরা'(২৬)কে ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে চান্দগাঁও থানার পুলিশ। তিনি রাঙ্গুনিয়া মৃত গুরা মিয়ার সন্তান।২ নভেম্বর বুধবার রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন খেজুরতলা রেলগেইটের মা মগেদ্বশ্বরী মন্দিরের পশ্চিমে রেল লাইনের পাশে অবস্থিত তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঐ সময় তার বাসা থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।চান্দগাঁও থানার চৌকস এসআই শরীফ রোকনুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।তিনি দৈনিক ইনফো বাংলা কে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রেলবিট এলাকায় বাসাবাড়িতে ইয়াবা বেচাকেনা হচ্ছে ।এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো পরে পিংকি হিজড়া কে গ্রেপ্তার করি।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদক আইনে মামলা করা হয়েছে।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা চান্দগাঁও থানার ওসি মোঃ মঈনুর রহমান দৈনিক ইনফো বাংলা কে বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া পিংকি হিজড়া জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বেশি দামে বিক্রয় করে আসতেছে। তার বাসায় অনেক ক্রেতা আসে আবার সে নিজেও বিভিন্ন জায়গায় পৌঁছে দে।তাকে আদালতে সোপান করা হয়েছে।তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।