Sharing is caring!
” প্রিয় একটু সাহস দিও “
লেখক: শেখ তিতুমীর ।
জীবন যুদ্ধের দিনগুলো পেরিয়ে যেতে,
প্রিয় বন্ধুর মতো কিছু সাহস দিও—
পাশে থেকো চিরো দিন সাথে নিও…
তোমায় ভেবে স্বপ্ন গুলো আজও অতুলনীয়।।
প্রিয় একটু সাহস দিও…..
যদি অন্ধকারের রাত সহ্য হলে,
অচেনা পথে ঝড়ো হাওয়া আদৌলে —
হাওয়া উথাল পাথালে…
সেদিন দ্যাখো মিলেও যাবে বন্দর-গ্রাম-শহরও।।
প্রিয় সেদিন শুধু হাতটা ধোরো…
যদি ঔ পশ্চিমে ডোবে দিন শেষ প্রহরে,
এই বুকে জড়িয়ে থাকবে বলো?
দেবো ভুলের মাশুল প্রিয় তবু যেওনা ভুলে..
থেকো পাশে হাতে হাত রেখে সেদিনও।।
প্রিয় কাছে থাকবে বলো….
যদি এই যুদ্ধের দিনগুলো পেরিয়ে গেলে,
তুমি অন্ধকারের রাতে ইচ্ছে তারা জ্বলে—
বিধাতার নিয়মে, তোমার আমার প্রেম ইতি হবার কালে।।
প্রিয় তবুও সাহস দিও পাশে থেকো ….
সময়: ০৩/ ১১ / ২০২২ ইং ।