১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বাশঁখালী ভুমি অফিসে ভুয়া দলিল সহ ১ প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত নভেম্বর ২, ২০২২
চট্টগ্রাম বাশঁখালী ভুমি অফিসে ভুয়া দলিল সহ ১ প্রতারক গ্রেপ্তার

Sharing is caring!

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালী ভূমি অফিসে মামলার শুনানিতে ভুয়া দলিল উপস্থাপন করায় মো. ইদ্রিস (৫৪) নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২ নভেম্বর বুধবার বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এ দণ্ড দেন। পরে তাকে থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত মো. ইদ্রিস বাঁশখালী থানার বৈলগাঁও ইউনিয়নের আবদুস সোবহানের ছেলে।বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, এক মিস মামলার শুনানিতে ভুয়া দলিল উপস্থাপন করায় দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মো. ইদ্রিস নামের একজনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আরেক মিস মামলায় ভুয়া দলিল উপস্থাপন করায় বিবাদীর বিরুদ্ধে নিয়মিত মামলার পদক্ষেপ নেওয়া হয়েছে।