ইচ্ছে শক্তি
রাজন দেবনাথ
অতীত ভেবে সময়কে নষ্ট
করে হতে যেওনা পথভ্রষ্ট,
বর্তমান নিয়ে ভেবে চিন্তে
ভবিষ্যৎ নির্মাণ করো পরিপুষ্ট!
যেখানে যেমন এগিয়েই চলো
নিজের মনের ভেতর রেখে বল;
শত বাঁধা বিঘ্নতা আসতে পারে
তবুও ইচ্ছে গুলো হউক প্রবল।
ইচ্ছে শক্তি দিয়েই মানুষ যদি
করতে পারে এ মহাবিশ্ব জয়;
তবে কেন পিছে রবে নিরাশার
অন্ধকারে আর মনে রবে সংশয়।
যত পারো স্বপ্ন দেখো মনে মনে
জাগ্রত করে নিজ কোমল হিয়া;
স্বপ্ন যদি থাকে আকাশ ছোঁয়া
সফলতা আসবেই চেষ্টা দিয়া।
চেষ্টার হাল আঁকড়ে ধরে বাঁচো
দুঃখ কষ্টে হাসি যেনো হয় মিষ্টি;
যেখানে ধ্বংস সেখানেই সৃষ্টি
দেখতে পাবে মেলে নিখুঁত দৃষ্টি।
কি নিয়ে এলে কি নিয়ে যাবে
ভাবতে গেলে শুধুই কষ্ট পাবে;
যা হারাবার তা হারিয়ে গেছে এ
নিয়ে অনুতপ্ত হওয়ার কি আছে?
বরং নিজেকে তৈরি করুন শক্ত
করে যাতে লোকের দৃষ্টি কাড়ে!
রূপে নয় জ্ঞানে গুণে যাতে লোক
মরণের পরেও তোমায় নাহি ছাড়ে।
তারিখ :০২/১১/২২ইং
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.