Sharing is caring!
“তোমার সাধনায় সমর্পণ
করেছি আমাকে”
লেখক:- শেখ তিতুমীর আকাশ।
তোমার সাধনায় সমর্পণ করেছি আমাকে,
হে প্রিয় মহা বিশ্বের কোন সুদূরে রয়েছ তুমি?
মগ্ন তাই তোমার প্রেমে আমি,
যত খর্ব কর যত অহংকার আমার….
তোমার ধ্যানে মগ্ন জীবাত্মা করে তাই হাহাকার।।
ক্ষণিকের তরে দেখা দাও প্রিয় শুধু একবার,
মর্ত্যের পরে সীমাহীন স্বপ্ন দেখা শূন্যে—
অনন্ত অন্তহীন পরশে তোমার…
শুভ্র, শীতল, শান্ত সিক্ত হবে আমার চিত্ত,
তোমার শরিলের গন্ধ সুকে হব একাকার।।
আমার আমি আর নেই যে আমাতে ,
সবইত তোমাতে করেছি বিলীন—
তাইতো প্রিয় অনুভবে দেখি যেন তাই,
আমি যে সদা রয়েছি তোমার মাঝে….
তোমাকেই ভালোবেসে তোমাতে হয়েছি লীন।।
থেকো নাকো আর লুকিয়ে তুমি অনন্ত হারা
আমার সাধনা, আমার ধ্যান হয়নি কি সারা?
তবে তোমার আমার এই বিরহের হোক অবসান…
তোমার আমার মিলনের ঘটা হোক চির অম্লান।।
—তারিখ:- ০২/ ১১ /২০২২ ইং।