নোয়াখালীর হাতিয়াতে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার মো.নাজিম উদ্দিন (২৯) উপজেলার হাতিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের বেজুগালিয়া গ্রামের মৃত বশির উল্যার ছেলে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার খবির মার্কেট সংলগ্ন আবুল কালামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ৭ মাস পূর্বে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দীনের সাথে একই পৌরসভার ৫নং ওয়ার্ডেল চরকৈলাশ গ্রামের আবু তাহেরের মেয়ের বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। পারিবারিক কলহের জের ধরে গত রোববার ৩০ অক্টোবর সকালে নাজিম উদ্দীন তার নিজ বাড়ির বসত ঘরে স্ত্রী সুরমা বেগমকে (১৯) পিটিয়ে মাথায় আঘাত ও পরে গলা টিপে হত্যা করেছে বলে নিহতের মা সাফিয়া বেগম অভিযোগ করেন। নিহতের বড় ভাবি জিন্নাত আরা বলেন, নাজিম সকাল প্রায় ৯ টার সময় মোবাইল ফোনে সুরমাকে মেরে ফেলার হুমকি দিয়ে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর দ্বিতীয় বার ফোন করে সুরমা অজ্ঞান হয়ে পড়ে আছে আপনারা তাড়াতাড়ি আসেন বলেই ফোন কেটে দেয়। দ্রুত সুরমার বাবা-মা আত্মীয়স্বজন ছুটে গেলে সুরমার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনার পর স্বামী নিজাম গা ঢাকা দেয়। এ ঘটনায় নিহত সুরমা বেগমের মা সাফিয়া বেগম বাদী হয়ে নিহতের স্বামী মো.নাজিম উদ্দীনসহ ৪ জনকে আসামি করে মঙ্গলবার হাতিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনার তিন দিন পর নিহতের স্বামীকে গ্রেফতার করে পুলিশ। হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.