১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ঢাকা জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি বেনজীর আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২২
ঢাকা জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি বেনজীর আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।

Sharing is caring!

শেখ তিতুমীর রিপোর্ট পিআইডি ঢাকা : ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বেনজীর আহমদ। সাধারণ সম্পাদক হয়েছেন পনিরুজ্জামান তরুন।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠান শুরু হয়। বিকাল সোয়া ৫টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটির সভাপতি বেনজীর আহমদ। তিনি আগের কমিটিতেও সভাপতি ছিলেন। তার জন্ম ১৯৫২ সালের ২৮ ফেব্রুয়ারি ধামরাইয়ের বৈন্যা গ্রামে। ১৯৬৯ সালে মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন বেনজীর। পরের বছর ওই কলেজে ছাত্রলীগের সভাপতি হিসেবে নেতৃত্ব দেন। ১৯৭৩ সালে সভাপতি হন ধামরাই থানা ছাত্রলীগের। পরবর্তীতে ছাত্রলীগের ঢাকা সদর উত্তর মহকুমার (গাজীপুর) সিনিয়র সভাপতি, ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক ছাত্রলীগের সহসভাপতি ও দুবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। দুবার ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি, দুবার ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বেনজীর। ২০০৪ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে এ দায়িত্বে রয়েছেন তিনি। বেনজীর আহমদ ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য।

এদিকে পনিরুজ্জামান তরুন এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

উল্লেখ্য, শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরোনো মাঠে প্রায় আট বছর পর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। ঢাকা জেলার পাঁচটি উপজেলা ও সাতটি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এ সম্মেলনে।

ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন : ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম; বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সম্মেলনে সভাপতিত্ব করেন বেনজীর আহমদ। আর সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।