যাত্রীবোঝাই বিমানের ইঞ্জিনে ভয়াবহ আগুন (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক :- ভারতের বেঙ্গালুরুগামী ইন্ডিগো এয়ারের যাত্রীবোঝাই একটি ফ্লাইটের ইঞ্জিনে আগুন ধরেছে। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে বিমানটিকে দিল্লি বিমানবন্দরে জরুরিভিত্তিতে অবতরণ করানো হয়।
ইন্ডিগোর পক্ষ থেকে বলা হয়েছে, ফ্লাইট ৬ই-২১৩১ দিল্লি থেকে বেঙ্গালুরুর উদ্দেশে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিন থেকে ধোয়া উঠতে দেখা যায়। এ সময় দ্রুত দিল্লি বিমানবন্দরে অবতরণ করান পাইলট।
এ ঘটনায় যাত্রী ও দিল্লি বিমানবন্দরে কিছুটা আতঙ্ক দেখা দেয়। বিমানটিতে কীভাবে এমন ঘটনা ঘটলো, এ নিয়ে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত কোনো সমস্যার কারণে আগুন ধরেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এয়ারবাস এ-৩২০ এয়ারক্রাফটিতে ক্রুসহ ১৮৪ জন ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ফ্লাইটের সব আরোহী নিরাপদে রয়েছে।
বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করে নির্দিষ্ট গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয় তাদের।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.