২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

বেগমগঞ্জে থেকে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২২
বেগমগঞ্জে থেকে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

Sharing is caring!

বেগমগঞ্জে থেকে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উজেলা থেকে ১ টি ওয়ান শুটারগান সহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃত মো.হারুনুর রশিদ (৪৪)। সে উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের মৃত আলী হায়দার চৌধুরীর ছেলে। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার আমানউল্ল্যাহপুরের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,গ্রেফতারকৃত আসামী এলাকায় দাঙ্গা হাঙ্গামা মারামারি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। গোয়েন্দা তথ্য সংগ্রহ করে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।