চট্টগ্রাম প্রতিনিধি :
নগরের পাহাড়তলী বাজার দুইটি দোকান থেকে ৫০ কেজির ২৬১ বস্তা চিনি জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশনা দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম। ওই দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ২৬ অক্টোবর বুধবার অধিদফতরের বিভাগীয় ও জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, সকাল সাড়ে ১০টা থেকে অভিযান শুরু হয়।
চিনির মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ভাউচার না রাখা ও বেশি মূল্যে চিনি বিক্রির অপরাধে ফারুক ট্রেডিংকে ৫০ হাজার টাকা ও উত্তরবঙ্গ ট্রেডিংকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। চিনির বিভিন্ন পাইকারি দোকান এবং তাদের গুদামে অবৈধভাবে চিনি মজুদ করছে কিনা তা তদারকি করা হয়। এসময় একটি দোকানে ১৮১ বস্তা ও আরেকটি দোকানে ৮০ বস্তা চিনি পাওয়া যায়। পাহাড়তলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির নেতৃত্বে মজুদ করা চিনি ন্যায্যমূল্যে বিকির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সহায়তায় পরিচালিত অভিযানে অংশ নেন অধিদপ্তরের সহকারী পরিচালক দিদার হোসেন
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নাসরিন আক্তার।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.