Sharing is caring!
অভিযোগ অনলাইন ডেস্কঃ ২৫ অক্টোবর (মঙ্গলবার) ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে বিআরটিসি-ইমাদ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় বি আর টি সি এর বাস চালক মুরাদ (৪৫) নিহত এবং আরো ১৫ জন আহত হয়।
মুকসুদপুর ফায়ার স্টেশনের অফিসার সজিবুর রহমান জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা হতে খুলনার দিকে যাচ্ছিল এবং বিআরটিসি যাত্রীবাহী বাসটি যশোর হতে ঢাকার উদ্যেশ্যে যাচ্ছিল। এমতো অবস্তায় কাশিয়ানীর মাঝিগাতি নামক স্থানে এসে বাস দুটি মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে উভয় বাসের সামনের অংশ দুমরে মোচকে যায়। ঘোটনাস্থলেই বি আর টি সি এর বাস চালক মুরাদ (৪৫) নিহত হয় এবন উভয় বাস হতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়।
পরে খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হতাহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
গুরুতর আহত ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সজিবুর রহমান আরও জানান, দূর্ঘনাকবলিত বাস দুটি উদ্বার করা হয়েছে।দুর্ঘটনার পর প্রায় ১-২ ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।