কেএম সুজন,টাংগাইল প্রতিনিধিঃ দীর্ঘ ২৫ কিলোমিটার যানজটে রয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। বঙ্গবন্ধু সেতু থেকে করটিয়া পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, গাড়ির চাপ বেড়ে যাওয়ায় রাত থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। এছাড়া মহাসড়কের পুংলি, এলেঙ্গা ও রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনায় গাড়ি বিকল হয়ে যাওয়ায় বাড়তি ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
অন্যদিকে, সড়কে খানাখন্দ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে। ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় এ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা এবং টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে রয়েছে যানবাহনের তীব্র চাপ।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকে সাইনবোর্ড, সানারপাড়া, শিমরাইল মোড়, কাঁচপুরসহ আশপাশের এলাকায় যানবাহন ধীরগতিতে চললেও কোথায় যানজটের দেখা মেলেনি
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.