২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বেগমগঞ্জে বেশি দামে চিনি বিক্রি করায় অর্থদন্ড

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২২
বেগমগঞ্জে বেশি দামে চিনি বিক্রি করায় অর্থদন্ড

Sharing is caring!

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে বেশি দামে চিনি বিক্রি ও মুল্য তালিকা প্রদর্শন না করায় এক মিল মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২২ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়ার নেতৃত্বে চৌমুহনীর মহেশগঞ্জ বাজারের জগন্নাথ মিল মালিককে এ অর্থদন্ড করা হয়। ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা যায়, চৌমুহনীর মহেশগঞ্জ বাজারের কিছু ব্যবসায়ী বেশি দামে চিনি বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়। অভিযানে বেশি দামে চিনি বিক্রি করায় এবং মুল্য তালিকা প্রদর্শন না করায় জগন্নাথ মিল মালিক কে ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও বেগমগঞ্জ থানার পুলিশ।