২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নাগরপুরে ৫৭ জন শহীদের গণকবরে বধ্যভূমি স্মতিস্তম্ভো নির্মানের স্থান নির্ধারন

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০২২
নাগরপুরে ৫৭ জন শহীদের গণকবরে বধ্যভূমি স্মতিস্তম্ভো নির্মানের স্থান নির্ধারন

Sharing is caring!

মোঃ শফিকুল ইসলাম সবুজ টাংগাইল নাগরপুর উপজেলা প্রতিনিধি

টাংগাইলের নাগরপুরের গয়হাটা ইউনিয়নের বনগ্রাম ১৯৭১ সালের ২৫ শে অক্টোবর গণহত্যায় নিহত ৫৭ জন মুক্তিযোদ্বাদের গণকবরে স্মতিস্তাম্ভের জন্য স্থান নির্ধারন করা হয়েছে। ১৯৭১ এ বনগ্রাম মুক্তি বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে একজন আর্মি মেজর ও দুই জন সেনাকে হত্যার ফলে নাগরপুর ও সিরাজগঞ্জে পাক-হানাদার বাহিনী যৌথ ভাবে গণহত্যা চালায় বনগ্রাম বীর মুক্তিযোদ্ধাসহ সাধারণ নিরীহ মানুষের উপর গুলি বর্ষন সহ ১২৯ টি ঘর বাড়ী জালিয়ে দেয়।
আগামী এক মাসের মধ্যে বনগ্রাম গণকবরে মুক্তিযোদ্বাে বধ্যভূমি স্মৃতিস্তম্ভের কাজ শুরু হবে। আজ দুপুরে উপ প্রকৌশলী ইন্জিনিয়ার মোঃ হাসমত আলী গণপূর্ত অধিদপ্তর বিভাগ টাংগাইল। এবং কন্টাকটার মোঃআসাদুজ্জামান এসে পরিদর্শন করে স্থান নির্ধারন করেন। কাজটি ২০২১ সালে মুক্তিযুোদ্বা মন্ত্রালয় হতে পাশ হলে গণকবর পরিচালনা কমিটির কাউকে না জানিয়ে কন্টাকটার মূল কবর খুড়ন করে কাজ শুরু করলে গণকবর পরিচালনা কমিটি ও এলাকাবাসী কাজটিতে বাধা প্রধান করে। কমিটির দাবী কোন করব না খুড়ন করে গণকবরের দক্ষিণ পাশে বধ্যভূমি টি করার জন্য দাবী করলে কাজ টি বন্ধ করে দেয় ঠিকাদার প্রতিষ্ঠান।