মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল পৌর শহরে পানি সরবরাহকারী পিএস ড্রিংকিং ওয়াটার ও প্রবাহ ড্রিংকিং ওয়াটার নামক দুইটি বাণিজ্যিক প্রতিষ্ঠান র্দীঘদিন ধরে দূষিত পানি সরবরাহ করে আসছে। এতে করে এই পানির গ্রাহকরা দূষিত পানি পান করার কারণে বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছে। এসব প্রতিষ্ঠানের প্রতারণা দেখার মত কেউ নেই। মঙ্গলবার বিকেলে সরেজমনি গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠান দুটি অস্বাস্থ্যকর পরিবেশে পানি প্লাস্টিকের ফিল্ডারজাত করে বাজারে ও বাসা বাড়িতে সরবরাহ করে থাকে। পানি বোতলজাতে যেসব কর্মীদের নিয়োজিত দেখা যায় তাদেরকে দূষিত ও অস্বাস্থ্যকর পরিবেশে পানি সরবরাহের বিষয়ে জানতে চাইলে কেউ কোন জবাব দিতে রাজি হয়নি। এসকল প্রতিষ্ঠানের পানি শোধনাগারের কোন অনুমোদনও নাই বলে জানা যায়। কেবলমাত্র পৌর কর্তৃপক্ষ থেকে ট্রেড লাইসেন্স নিয়েই দূষিত ও অস্বাস্থ্যকর পানি সরবরাহ করে রমরমা ব্যবসা করে যাচ্ছে এসব প্রতিষ্ঠান। পানি শোধনাগারের ভিতরে কবুতর ও পাখি পালন করতেও দেখা গেছে। পিএস ডিংকিং এর নিয়মিত এক গ্রাহক রক্তিম রোজ মেডিসিন দোকানের মালিক নুর হোসেন পলাশ পানির ফিল্ডারে শ্যাওলা ও পোকা পাওয়ার অভিযোগ করেছেন। এব্যাপারে পিএস ডিংকিং ওয়াটারের মালিক মানিক দেবনাথ ও প্রবাহ ডিংকিং ওয়াটারের পরিচালক রাসেলের সঙ্গে যোগাযোগ করলে তারা উভয়ে পানি শোধনাগারের কোন অনুমোদন নাই স্বীকার করে বলেন তারা অনুমোদনের জন্য বিএসটিআই তে আবেদন করেছেন। তবে দূষিত ও অস্বাস্থ্যকর পানি সরবরাহের ব্যাপারে তারা কোন সদুত্তর দিতে পারেনি। এবিষয়ে উপজেলা স্যানেটারি ইন্সট্রাক্টার নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টি তিনি সবেমাত্র অবগত হয়েছেন। এব্যাপারে তিনি দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.