২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন

Sharing is caring!

অদ্য ১৮-১০-২০২২ খ্রিঃ মঙ্গলবার স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। সকাল ০৮.০০ ঘটিকায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ নূরে আলম মহোদয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিটি জয়পুরহাট সদর উপজেলা পরিষদের সামনে হতে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জনাব মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রশাসক, জয়পুরহাটসহ সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অত্র জেলার সকল স্তরের অফিসার ও ফোর্স, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।