শেখ তিতুমীর ( পিআইডি ) ঢাকা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, তথ্য সচিবের বাধ্যতামূলক অবসর দেয়ার অন্তর্নিহিত কারণ আমার জানা নেই। এটি বলতে পারবে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদে'র এসব কথা জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা সরকারের মধ্যে অতীতেও ঘটেছে, সচিবের মেয়াদ পূর্ণ হওয়ার আগে সরিয়ে দেয়া বা তাকে অবসর দিয়ে অন্যত্র যুক্ত করার ঘটনাও ঘটেছে। এর যথাযথ ব্যাখ্যা একমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় দিতে পারবে।
তবে তথ্য মন্ত্রণালয়ের কাজ স্বাভাবিকভাবেই চলছিল। কারণ সব কাজ আমি নিজে তদারক করি, কাজেই যে কারও সঙ্গে আমি কাজ করতে পারি বলেও জানান তিনি।
এ সময় বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বেই একটি সংকট চলছে। কিন্তু এটিকে সামনে এনে দেশের জনগণে' র মধ্যে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তারা। তবে বিএনপির এই আন্দোলন-আন্দোলন খেলা মোকাবিলা করা কোনো বড় বিষয় নয়।
দায়িত্ব পাওয়ার পর আমি নিষ্ঠার সঙ্গে কাজ করছি এ কথা জানিয়ে হাছান মাহমুদ বলেন, টেলিভিশনের মান উন্নয়নের চেষ্টা করছি। অভিনয় শিল্পীদের কথা মাথায় রেখে আমরা প্রজ্ঞাপন জারি করেছি, যাতে বাংলাদেশের বিজ্ঞাপনে বিদেশি শিল্পীদের কাজে লাগানোর লাগাম টানা যায়। এমন কী বিদেশি বিজ্ঞাপনের ডাবিং ব্যবহারেরও লাগাম ধরা হবে। আমাদের দেশে অনেক ভালো ভালো নাটক তৈরি হয়েছে, যা মানুষ উন্মুখ হয়ে দেখতো।
মন্ত্রণালয় সভাকক্ষে টেলিভিশন শিল্পী, পরিচালক, প্রযোজক, কুশলীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী। পরে অভিনয় শিল্পী শম্পা রেজা বলেন, সংস্কৃত ও শিক্ষার মেলবন্ধনে শুরু হয়েছিল বাংলাদেশের টেলিভিশনের মাধ্যম। তা ফিরে আসবে বলে প্রত্যাশা করছি।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.