মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ অপহরণের দীর্ঘ ৪ মাস পর অপহৃতাকে উদ্ধার করেছে নোয়াখালীর ডিবি পুলিশ। এ সময় অপহরণের মুল নায়ক কে গ্রেফতার করা হয়েছে। নোয়াখালীর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন আহমেদের বরাত দিয়ে,পুলিশ সুপার শহিদুল ইসলাম, উক্ত ভিকটিমকে উদ্ধার ও আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।পুলিশ সুপার জানান, গত ১৫ই জুন সুধারাম মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে দায়েরকৃত মামলা নং ৪৩/২৩১ সুত্র ধরে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। ঘটনার বিবরণে জানা যায়, প্রেম ভালবাসা জনিত কারণে মোঃ সুজন (৩৩), পিতা-হেঞ্জু মিয়া, গ্রাম জামালপুর(স্বর্নকার বাড়ী), থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, সে একই বাড়ীর বাসিন্ধা রুবি আক্তার (১৫) পিতা-আব্দুর রহিমকে নিয়ে গিয়ে উভয় পরিবারের অভিভাবকদের ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করে। এই ব্যাপারে রুবির পিতা বাদী হয়ে সুধারাম মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। ভিকটিমকে উদ্ধার ও আসামীকে গ্রেফতার এবং মামলার অধিকতর তদন্তের জন্য মামলাটি থানা থেকে ডিবিতে হস্তান্তর করেন, পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম। দীর্ঘ প্রায় চার মাস পর ১৭ই অক্টোবর সোমবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামি সুজনকে গ্রেফতার ও ভিকটিম রুবিকে উদ্ধার করতে সক্ষম হয় ডিবি।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.