২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গাজীপুরে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২২
গাজীপুরে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

Sharing is caring!

 

প্রধান প্রতিবেদক গাজীপুর: গাজীপুরে সিএনজি পাম্পে বিস্ফোরণে ৫ জন দগ্ধের ঘটনায় পারভেজ (৩৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন সাপ্তাহিক অভিযোগ কে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারভেজের শরীরে ৮৬ শতাংশ দগ্ধ হয়েছিল, শ্বাসনালিও পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন ৬ তলার ৬০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

তার মামা মো. জাহিদ জানান, পারভেজের বাড়ি চট্টগ্রাম। তিনি নাজিম উদ্দিনের সন্তান। যেই কাভার্ড ভ্যানে বিস্ফোরণ হয়ে ছিল সেটির চালক ছিলেন তিনি।
এর আগে শুক্রবার (১৪ অক্টোবর) সকালে মারা যান আতিকুল ইসলাম মিঠু (২৫) নামে একজন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গাজীপুর গাছা বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ ফিলিং স্টেশনে একটি কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস নেওয়ার সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বিস্ফোরণ হয়। এতে ৫ জন দগ্ধ হন। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে একজন গত শুক্রবার ও আরেক জন আজ সোমবার মারা যান।

দগ্ধরা বাকি ৩ জন হলেন আনোয়ারুল ইসলাম (২৭), আলআমিন (২৫) ও সিরাজুল ইসলাম টুটুল (২৫)।
দগ্ধ আনোয়ারুল ইসলাম জানান, তিনি ও আলআমিন গাজীপুর গাছা এলাকার ‘ফাহিম বয়লার’ নামে একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডিং এর কাজ করেন। ডিজেলচালিত একটি কাভার্ডভ্যান নিয়ে বড়বাড়ি এলাকার হাজী ওয়াহেদ ফিলিং স্টেশন যান।
ভ্যানটিতে আনুমানিক দেড়শ খালি সিলিন্ডার ছিল। সেগুলোতেই পাম্প থেকে গ্যাস নেওয়ার কথা ছিল। গ্যাস নেওয়ার শুরুতেই বিকট এক বিস্ফোরণ ঘটে। এতে গাড়িতে থাকা ৫ জনই দগ্ধ হন।