ক্রাইম রিপোর্টার নওগাঁ:
নওগাঁর ধামইরহাটে হাতির পিঠে চড়ে ৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিয়ের আসরে বসলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি মোঃরাসেল মাহমুদ।
এমন ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বিয়ে বাড়িতে ভীড় জমায় আশেপাশের কয়েক গ্রামের উৎসুক জনতা। এই প্রথম নওগাঁর ধামইরহাটে মনমুগ্ধকর ঘটনা ঘটেছে।
ধামইরহাট উপজেলার সদর এলাকা থেকে ৪নং উমার ইউনিয়নের বেলঘড়িয়া নামক গ্রামে বিয়ে করতে যায় রাসেল মাহমুদ। এতে প্রায় শতাধীক বরযাত্রীরা উৎসব মূখর পরিবেশে বিয়ে বাড়িতে অংশগ্রহণ করেন। রাসেল মাহমুদ আলমপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বর এবং কনে উভয় পক্ষ সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এদিকে রাসেল মাহমুদ তার দাদার একজন প্রিয় নাতি ছিলেন। বংশপরম্পরায় দাদার ইচ্ছে পূরণের লক্ষে একটি হাতি ভাড়া করে বিয়ের আয়োজন করা হয়েছে। হাতির পিঠে চড়ে গেলেও পরে প্রাইভেট গাড়িতে করে নতুন বউ নিয়ে বাড়িতে ফিরবে রাসেল। হাতির পিঠে চড়ে বিয়ে এমন ঘটনা এলাকায় বিরল সেদিক থেকে বিষয়টি মনমুগ্ধকর পরিবেশে সাধারণ জনতারা উপভোগ করেন বলেও জানান এলাকাবাসী।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.