Sharing is caring!
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ গত কয়েকদিন যাবত নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে এক কলেজ ছাত্র খুন হবার মতো ঘটনা ঘটেছে। এ অবস্থায় নোয়াখালী ডিবি পুলিশ ও থানা পুলিশ কিশোরগ্যাং সদস্যদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। নোয়াখালীর ডিবি ও থানা পুলিশের বরাত দিয়ে, পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম জানিয়েছেন, নোয়াখালীর ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করা শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম অপর এক প্রেস নোটে জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় সুধারাম থানা এলাকায় কিশোরগ্যাং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।৷ এ সময় ৮ জন কিশোরকে আটক করা হয়। আটক কিশোরদের জিজ্ঞাসাবাদ শেষে ৬ জনকে প্রথমবারের মত সাবধান করে অভিভাবকের জিন্মায় দেয়া হয়। মোঃ রাহাদ হোসেন (২১), পিতা-লিটন হোসেন,সাং- দত্তের হাট (গোপাই) ও মোঃ আশিকুর রহমান (২০), পিতা-মৃত আবুল কাশেম, সাং- দত্তেরহাট, (মহিলা রোড), উভয় নোয়াখালী পৌরসভা, থানা-সুধারাম, জেলা-নোয়াখালীর অপরাধ সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম কিশোরগ্যাং সদস্যদের সতর্ক করে বলছেন, অপরাধ প্রবণতা থেকে সরে না আসলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।