২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত।

admin
প্রকাশিত অক্টোবর ১০, ২০২২
নোয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত।

Sharing is caring!

 

স্টাফ রিপোর্টার নোয়াখালীঃ
বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইয়াসিন আরাফাতের উদ্যোগে গরিব অসহায় চক্ষু রোগীদের সম্পুর্ন বিনামূল্যে চক্ষু চিকিৎসা লেন্সসহ ছানি অপারেশনের জন্য রোগী বাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী, নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় (মেমের স্কুল) অডিটোরিয়ামে এ চিকিৎসা কার্যক্রম চলে।

এ সময় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সেবক আলেমে দ্বীন মাঃ ইয়াসিন আরাফাত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল হক , জেলার স্বনামধন্য সিনিয়র সাংবাদিক এ আর আজাদ সোহেল, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হসপিটালের চিকিৎসক ডাঃ মনির হোসেন,।

এসময় প্রায় ৬ শতাধিক চক্ষু রোগীকে সম্পুর্ন বিনামুল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরন শেষে ৫০ জন রোগীকে কৃত্রিম লেন্সসহ ছানি অপারেশনের জন্য বাচাই করে পরিবহন যোগে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরন করা হয়।

মাঃ ইয়াছিন আরাফাত নোয়াখালী ইউনিয়নের একজন মানবিক সন্তান। তিনি একান্তই নিজ উদ্যোগে নিজ অর্থায়নে জনগনের দৃষ্টি ফিরে পাওয়ার জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। তিনি বলেন এ এলাকার বয়োবৃদ্ধ মানুষ গুলো চোখের সমস্যার জন্য ঠিক করে নামাজ পড়তে ও কোরআন তেলওয়াত করতে পারেনা। আমি চাই আমার মা বোনেরা, চাচারা সবাই যেন সেবা পায় তাদের চোখের দৃষ্টি ফিরে পায় এটাই আমার চাওয়া। ইয়াছিন আরাফাত সব সময় জনগণের পাশে থেকে তাদের সুখ দুঃখের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। ইতিমধ্যে তিনি নোয়াখালী ইউনিয়ন এলাকার ব্যক্তিগত অর্থাযনে ১৫০ মসজিদ ও এতিমখানা কাজে সহযোগিতা হাত বাড়িয়ে নগদ অর্থ অনুদান করেছেন। তিনি বলেন তার এ কার্যক্রম ভবিষ্যতে ও চলমান থাকবে।