১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

টাংগাইল নাগরপুরে প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন

admin
প্রকাশিত অক্টোবর ১০, ২০২২
টাংগাইল নাগরপুরে প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন

Sharing is caring!

 

মোঃ শফিকুল ইসলাম সবুজ নাগরপুর উপজেলা প্রতিনিধি:

নাগরপুরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় ২১ শে ফ্রেরুয়ারিসহ বিভিন্ন জাতীয় দিবস উদযাপন থেকে বঞ্চিত থাকাতে হতো প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষর্থীদের। দুইটি শহীদ মিনার উদ্বোধন করায় অত্র বিদ্যালয়ের শিক্ষর্থীরা দিবস গুলো যথাযথ মর্যাদায় পালন করতে পারবে এমন ধারণা অভিবাবকদের। টাংগাইলের নাগরপুরে গৌপিনাথপুর ও জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ও প্লে কর্নার উপজেলা প্রশাসন, সেকশন – ২ এর অর্থায়নে বিদ্যালয়ের প্রাঙ্গণে শহীদ মিনার দুটি নির্মাণ করা হয়। উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ ফরহাদ হোসেন, জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি মোঃ ফারুক আহাম্মেদ খান ফারুক, সহবতপুর ইউপি চেয়ারম্যান মোঃ তোফায়েল আহামেদ মোল্লা, প্রধান শিক্ষক সুবীর কুমার, গৌপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল হোসেন, প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম ও সাংবাদিক কায়কোবাদ মিয়া প্রমুক। এসময়ে ম্যানেজিং কমিটির সদস্যসহ শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।