২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

(BSKS) কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন দৈনিক ইনফো বাংলা পত্রিকার সিটি এডিটর রাসেল দাশ

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২২
(BSKS) কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন দৈনিক ইনফো বাংলা পত্রিকার সিটি এডিটর রাসেল দাশ

Sharing is caring!

 

প্রধান প্রতিবেদক ( পিআইডি )ঢাকা: আজ দুপুর তিন ঘটিকায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের এক জ্বরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয় । বিস্তারিত দেখার জন্য নিউজের বাকি অংশ দেখার অনুরোধ রইলো —
বিশেষ ঘোষনা
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস কে যুগ , যুগ ধরে রাখতে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ রেহানার পথ উপদেষ্টায় ,সাংবাদিক ও প্রতিবন্ধীতের কল্যাণে, বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি ধারাকে এগিয়ে নিতে সরকারের উন্নয়নের লক্ষে এগিয়ে নিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন, বিএসকে এস -(কেন্দ্রীয় কমিটি) হিডো পরিচালনায় গভঃ রেজীঃ নং -৭৮৮/২০০৭ অঙ্গিকারবদ্ধ,
সুধী অতি আনন্দের সাথে জানাচ্ছি যে —-

জনাব/ জনাবা,
নাম :রাসেল দাশ ।
সিটি এডিটর দৈনিক ইনফো বাংলা পত্রিকা
সামাজিক পরিচয় —
সিনিয়র সহ সভাপতি -বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর।
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক -হিন্দু কল্যাণ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা।
থানা লোহাগাড়া,জেলা চট্টগ্রাম।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন -কেন্দ্রীয় কমিটির –
জ্বরুলী সভায় সংগঠনের কাজ গতিশীল করার লক্ষে— বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা মন্ডলীর সদস্য ও চেয়ারম্যান কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, প্রিয় স্যারের নিদেশে, আপনাকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন , (বিএসকে এস )কেন্দ্রীয় কমিটির সংগ্রামী নব নিবার্চিত সাধারন সম্পাদক জনাবা ডাঃ-শাকিরা নোভা ডায়াবেটোলজিস্ট, ফ্যামিলি মেডিসিন এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ/ গবেষক/ টিভিঅ্যাঙ্কর/ গায়ক/ আবৃত্তিকার/ লেখক”এর
সুপারিশে এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন-( বিএসকে এস ) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক নেতা লেখক ও কবি ,সদস্য কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামীলীগ ও সাবেক বাংলাদেশ ছাত্রলীগ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ তিতুমীরের নেতৃত্বে ,বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন- ( বিএসকে এস ) কেন্দ্রীয় কমিটির “গণমাধ্যম বিষয়ক সম্পাদক  ” করা হলো।

আপনি এই সিদ্ধান্তে উপনিত হবেন যে, আজ থেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন, বিএসকে এস, কেন্দ্রীয় কমিটির গঠনতান্ত্রিক সকল নিয়ম মেনে আমারা আশা করি সংগঠন কে সাংগঠনিক ভাবে এগিয়ে নিতে আপনি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করিবেন।

আমারা কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ আপনার সহযোগীতা কামনা করি এবং আপনার জন্য দোয়া করি –

নিবেদক-
শেখ তিতুমীর
প্রতিষ্টাতা সভাপতি
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন, বিএসকে এস, কেন্দ্রীয় কমিটি ,
সদস্য, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ।
ভারপাপ্ত সম্পাদক, জাতীয় সাপ্তাহিক অভিযোগ পিন্ট মিডিয়া।
সাবেক বাংলাদেশ ছাত্রলীগ বেসরকারি শাখা সাংগঠনিক সম্পাদক।
মোবাইল :- 01883222333 – 01718655399,,
ই-মেইল. bskspresident@gmail.com.

ঘোষনায় —
সাংবাদিক জোবায়ের আলম সৈকত
দপ্তর সম্পাদক
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন, বিএসকে এস, কেন্দ্রীয় কমিটি।
স্টাফ রিপোর্টিার,,
জাতীয় সাপ্তাহিক অভিযোগ পিন্ট পত্রিকা।

প্রচারে —
সাংবাদিক, জান্নাত মোল্লা
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন-কেন্দ্রীয় কমিটি ।
সহকারী বার্তা সম্পাদক,
জাতীয় সাপ্তাহিক অভিযোগ পিন্ট পত্রিকা।