মোঃ আবুল হাশেম,লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় ২০ জন নির্যাতিত দুস্থ নারীকে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা তাজিংডিং। বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ অনুদানের সহায়তা বিতরন করা হয়।
সংস্থার দ্বন্ধ নিরসন ও সামাজিক সম্প্রীতি সহায়তা প্রকল্পের আওতায় এবং এসআইডি-সিএইচটি, ইউএনডিপি’র সহযোগিতায় এ সহায়তা প্রদান করা হয়।
উক্ত প্রকল্পের লোকাল ভলেন্টিয়ার মেডিয়েটর ফোরামের সাধারণ সম্পাদক ও লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু কুমার সেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল।
সম্প্রতি উপজেলা পরিষদ সভাকক্ষে বিতরণ অনুষ্ঠানে নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, প্রকল্প সমন্বয়কারী পাইচিংউ, প্রশিক্ষণ কর্মকর্তা মাইকেল মণ্ডল, ইউএনডিপির উপজেলা ফ্যাসিলেটেটর মো. সেলিম উদ্দিন, কারিতাস স্যাপলিং প্রকল্পের উপজেলা সম্বয়ক ইয়াহিয়া আহমেদ, এগ্রো ইকোলজি প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা মামুন সিকদার বিশেষ অতিথি ছিলেন। শেষে উপস্থিত অতিথিরা নির্যাতিত দুস্থ নারীদের হাতে আর্থিক অনুদানের অর্থ তুলে দেন।
সংস্থার দ্বন্দ্ব নিরসন ও সামাজিক সম্প্রীতি সহায়তা প্রকল্পের সমন্বয়কারী পাইচিংউ বলেন, ইউএসএআইডির অর্থায়নে জনপ্রতি ৩০ হাজার টাকা হারে ১০ জন নির্যাতিত দুস্থ নারীদের পুনর্বাসন সহায়তা বাবদ ৩ লাখ টাকা ও নির্যাতিত নারীদের চলমান মামলা পরিচালনার জন্য জনপ্রতি ৫ হাজার টাকা হারে ১০ জনকে ৫০ হাজার টাকা সহায়তা করা হয়েছে। এর আগে এ ২০ জন নারীকে অ্যাডভোকেট দ্বারা কাউন্সিলিংও করা হয় বলেও তিনি জানান।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.