২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাটখিলের ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০২২
চাটখিলের ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

Sharing is caring!

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন পশ্চিম অঞ্চলের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (০২ অক্টোবর) বেলা ১১ টায় চাটখিলর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন (পশ্চিম) আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল- সোনাইমুড়ীর সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম এমপি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলার আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন। কামালপুর হাসেম আলী উচ্চ বিদ্যালয়ে স্কুল মাঠে। এইচ এম ইব্রাহীম এমপি বলেন, ২০০৯ থেকে ১৪ সাল পর্যন্ত এই এলাকার এমপি ছিলেন মাহবুবব উদ্দিন খোকন। সরকারের একটা বিশেষ বরাদ্দ রয়েছে নোয়াখালী জেলার জন্য। তিনি বলেন, আমি এই বরাদ্দের কাগজপত্রে দেখলাম ৫৪ কোটি টাকার মধ্যে ৫২ কোটি টাকা নোয়াখালী সদরের এমপি তার এলাকার উন্নয়নের জন্য নিয়ে গেছেন। এইচ এম ইব্রাহিম এমপি বলেন, আপনারা এমন লোককে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছিলেন,যিনি নিজের এলাকার বরাদ্দের অর্থের খবর জানে না এবং নিজ এলাকার জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ এনে উন্নয়ন করতে পারেননি। তিনি বলেন, বিএনপি ও তাদের দলের এমপি এলাকার উন্নয়নে কোন কাজ করেনি। বর্তমান সরকার দেশের বিভিন্ন এলাকার মত চাটখিল সোনাইমুড়ীর ব্যাপক উন্নয়ন করছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বিয়ের পর অনেক সময় সন্তান আলাদা হয়ে যায়, পিতা-মাতার খোঁজখবর নেয় না। বয়স্ক ও বিধবাদের নিদারুন কষ্ট করতে হয়। বয়স্ক ও বিধবাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেরকে ভাতা প্রদান করছেন। ইতিমধ্যে চাটখিলের বয়স্ক ও প্রতিবন্ধীদের শতভাগ ভাতার অধীনে আনা হয়েছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। আগামী কয়েক মাসের মধ্যে বিধবাদের শতভাগ ভাতার অধীনে আনা হবে বলে,এইচ এম ইব্রাহিম এমপি আশা প্রকাশ করেন। মাইন উদ্দিন কালুর সভাপতিত্বে এবং চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীরের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও চাটখিল উপজেলার প্রধান সমন্ময়কারী নাছির উদ্দীন, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন (ভিপি নিজাম), চাটখিল আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল (ভিপি), নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী,নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব সমির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পাঁচগাঁও ইউপির চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন প্রমুখ নেতৃবৃন্দ।