এম সাখাওয়াৎ হোসেন মিলন,গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের বাসিন্দা ফরহাদ হোসেন খন্দকার কুড়িগ্রাম জেলাধীন উলিপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে সুনামের সহিত চাকুরী করে আসছেন। তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। তার এ সাফল্যের কথা নিশ্চিত করতে তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি আমার দায়িত্ব ও কর্তব্যের মধ্যে বিন্দুমাত্র অবহেলা না করার ফলশ্রুতিতে শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছি। তিনি বলেন,সদ্য জাতীয়করণকৃত বাবুর হাট মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকান্ডে স্হানীয় অনুদান সংগ্রহ ও শিশু পার্ক স্হাপন, গুনাইগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বসার ব্যবস্হায় নতুনত্ব আনয়ন,করোনাকালীন সময়ে শিশুদের শিখন ঘাটতি পূরনে সরকারি নির্দেশনা অনুযায়ী গুগল মিটে ক্লাস পরিচালনা সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ ও উলিপুর অনলাইন প্রাইমারী স্কুল পেইজ ওপেনে নেতৃত্বদান সহ নিয়মিত মনিটরিং,করোনাকালীন সময়ে সমাজের বৃত্তশালীদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে ৪৫ জন গরীব শিক্ষার্থীর মাঝে খাদ্য সহায়তা প্রদান,ক্লাস্টারের প্রতিটি বিদ্যালয়ে শতভাগ স্লিপ কার্যক্রম বাস্তবায়ন যেমন- বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্হাপন,মানচিত্র খচিত পতাকাবেদী নির্মাণ,বিদ্যালয়ের সম্মুখভাগ রংকরণসহ বাণী,বর্ণ ও ছবি স্হাপন ইত্যাদি উল্লেখযোগ্য কর্মকান্ড। এছাড়াও তিনি উপজেলা ও ক্লাস্টার পর্যায়ে বিভিন্ন সংগীত ও বিজয়ফুল প্রতিযোগিতাসহ শিক্ষা ও উন্নয়ন মেলায় তার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন বলেও জানান। প্রাথমিক শিক্ষা বিষয়ের উপর তার লেখালেখি ও বিভিন্ন কবিতা,ছড়া লেখালেখিতেও তিনি পারদর্শী। শিক্ষা বান্ধব শিক্ষা অফিসার ফরহাদ জেলা পর্যায়ে এ ধরনের কৃতিত্বে খুবই খুশী। তিনি মনে করেন জীবন দক্ষতায় মানুষ সুনামের সহিত বেঁচে থাকে,তার এ শ্রেষ্ঠত্ব অর্জন কর্ম উদ্দীপনা অনেকগুন বাড়িয়ে দিবে এবং প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানে সহায়ক ভূমিকা রাখবে বলেও খন্দকার ফরহাদ আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.