২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নাগরপুরে সহবতপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২২
নাগরপুরে সহবতপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

Sharing is caring!

 

মোঃ শফিকুল ইসলাম সবুজ নাগরপুর উপজেলা প্রতিনিধি

টাংগাইলের নাগরপুরের সহবতপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন সফল সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে কাজী মৌলভী মোঃ মোকাদ্দেস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। সহবতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরু সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাংগাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. জোয়াহেরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর দেলদুয়ার আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি টাংগাইল ৬। জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক নাহার আহমেদ,টাংগাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, জামিলুর রহমান মিরর, জেলা আওয়ামীলীগের সদস্য ও কেন্দ্রীয় উপ কমিটির সদস্য তারেক শামস খান হিমু, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক ইনসাফ আলী ওসমানী, জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদ সহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন নেত্রবৃন্দ। অনুষ্ঠান টি উদ্বোধন করেন নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম, প্রধান বক্তৃা হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কুদরত আলী প্রমুখ। সহবতপুর ইউনিয়ন আওয়ামীলীগসহ ৯ টি ওয়ার্ড আওয়ামীলীগের ২৪৩ জন ভোটারের ভোট হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন, মোঃ ফারুক আহমেদ ফালু ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ উজ্জল হোসেন সরকার।