রাশিয়া ও মস্কো সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চার অঞ্চলে গত শুক্রবার থেকে শুরু হওয়া গণভোট শেষ হচ্ছে আজ।
রাশিয়ায় যোগ দেওয়ার বিষয়ে এ গণভোট নেওয়া হয়েছে। গণভোটের শেষ দিনে মঙ্গলবার হাসপাতালে রোগীদের কাছে ছুটছেন নির্বাচনকর্মীরা।খবর মস্কো টাইমসের।
কিয়েভ এ গণভোটকে অবৈধ বলে নিন্দা করেছে। এর মাধ্যমে মস্কো আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের প্রায় ১৫ শতাংশ ভূখণ্ড সংযুক্ত করার চেষ্টা করছে।
২০১৪ সালে স্বঘোষিত স্বাধীন প্রজাতন্ত্র লুহানস্ক ও দোনেৎস্কসহ দক্ষিণ খেরসন ও জাপোরিজিয়া প্রদেশে মঙ্গলবার পর্যন্ত এ ভোট চলবে।
রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, স্বল্পসময়সীমা ও প্রযুক্তিগত সরঞ্জামের অভাবের কারণে, ইলেকট্রনিক ভোটিং না করে ঐতিহ্যগতভাবে কাগজের ব্যালট ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ প্রথম চার দিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করেছে।
শুধু শেষ দিন মঙ্গলবার ভোটকেন্দ্রগুলো খোলা রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, এ গণভোট উল্লিখিত প্রদেশগুলোকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণার এক চূড়ান্ত প্রক্রিয়া।
ইউক্রেন ও দেশটির মিত্ররা পরিষ্কার করেছেন, তারা গণভোটের ফল মেনে নেবেন না।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.