৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হারিকেন ইয়ানের সর্বশেষ পথ: টাম্পা বে এলাকার জন্য হারিকেন সতর্কতা জারি করা হয়েছে

অভিযোগ
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২২
হারিকেন ইয়ানের সর্বশেষ পথ: টাম্পা বে এলাকার জন্য হারিকেন সতর্কতা জারি করা হয়েছে

হারিকেন ইয়ান সোমবার কিউবা এবং ফ্লোরিডাকে লক্ষ্য করে ক্যাটাগরি 2 হারিকেনে শক্তিশালী হয়েছে।

ইয়ান বর্তমানে বৃহস্পতিবার মধ্যাহ্নের মধ্যে ফ্লোরিডার পশ্চিম উপকূলে বা ফ্লোরিডা প্যানহ্যান্ডলে ল্যান্ডফল করার পূর্বাভাস দিয়েছেন, যদিও হারিকেনের গতিপথ এবং তীব্রতা সম্পর্কে অনিশ্চয়তা রয়েছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস পুরো রাজ্যের জন্য একটি “জরুরি অবস্থা” ঘোষণা করেছেন, ঝড়ের পরিস্থিতি “বড় বিপর্যয় হতে পারে”।
রাশিয়ার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। তাদের মধ্যে ১১ জন শিক্ষার্থী। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন যাদের মধ্যে ২২ জনই শিশু। খবর বিবিসি, আল জাজিরা।

ইজহেভস্ক শহরে ৩৪ বছর বয়সী এক বন্দুকধারী ওই হামলা চালায়। পরে ঘটনাস্থলেই তিনি আত্মহত্যা করেন।

কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনো নিশ্চিত নয়। বন্দুকধারী হামলা চালানোর সময় স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং ৮০ জন শিক্ষক ছিলেন।

বিভিন্ন গণমাধ্যমে ঘটনাস্থলের বেশি কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো স্কুলের ভেতরেই ধারণ করা যেখানে হামলা চালানো হয়েছে। স্কুলের জানালায় একটি বুলেটের ছিদ্র দেখা গেছে এবং সেখানে ডেস্কের নিচে শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।

ইজহেভস্ক শহরের একেবারে কেন্দ্রে ওই স্কুলটি অবস্থিত। ওই শহরের বাসিন্দা প্রায় সাড়ে ৬ লাখ।

স্থানীয় এক এমপি জানিয়েছেন, হামলাকারীর নাম আরতেম কাজানতসেভ। ওই অঞ্চলে আঞ্চলিক প্রধান আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত শোক ঘোষণা করেছেন।

ন্যাশনাল হারিকেন সেন্টার কিউবা, ফ্লোরিডা কিস এবং ফ্লোরিডা উপদ্বীপের বাসিন্দাদের একটি হারিকেন পরিকল্পনা রাখতে এবং পূর্বাভাসের আপডেটগুলি ঘনিষ্ঠভাবে অনুসরণ করার পরামর্শ দিয়েছে।

 

সূত্রঃ এবিসি নিউজ

Please Share This Post in Your Social Media
December 2023
T W T F S S M
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031