Sharing is caring!
এম সাখাওয়াৎ হোসেন মিলন,গাইবান্ধা :
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা সংসদীয় আসনের সাংসদ, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব(রংপুর বিভাগ),বিশিষ্ট রাজনীতিবিদ,আলহাজ্ব ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর ৪১ তম শুভ জন্মদিন। তার জন্মদিনে জাতীয় পার্টি ও সকল অঙ্গসংগঠন ২৫ সেপ্টেম্বর বিভিন্ন ইউনিয়নে ও সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি কার্যালয়েও কেক কেঁটে জন্মদিনের অনুষ্ঠানটি পালন করেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর ৪১ তম জন্মদিনে বেলকা এম সি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম হলে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জন্ম দিনের অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত জন্মদিনের অনুষ্ঠানের আলোচনায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা,যুবনেতা ও বেলকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল ইসলাম রানা। জন্মদিনের এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাওলানা আবুল হোসেন,উপজেলা সহ-সভাপতি আহসান হাবিব খোকন,উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক কাওছার আযম হান্নু, যুবসংহতি নেতা ও কাউন্সিলর শাহিন আহমেদ,স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা সভাপতি সরোয়ার হোসেন বাবু,ছাত্রসমাজ উপজেলা সভাপতি শাহ সুলতান সুজন,পল্লীবন্ধু পরিষদের উপজেলা আহ্বায়ক আব্দুর রাজ্জাক,বেলকা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আব্দুল মান্নান মিয়া,জয়ন্ত কুমার দাস,শহিদুল ইসলাম,রাশেদুলসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ। জন্মদিনের এই অনুষ্ঠানে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সকলেই তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।