১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন সুন্দরগঞ্জের রেজাউল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২২
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন সুন্দরগঞ্জের রেজাউল

Sharing is caring!

এম সাখাওয়াৎ হোসেন মিলন,গাইবান্ধাঃ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এ সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষা বান্ধব শিক্ষক রেজাউল আলম,রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুন্দরগঞ্জ,গাইবান্ধা কে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করেন। মানুষ গড়ার এই কারিগরের সাথে একান্ত সাক্ষাৎকারে কথা হলে তিনি বলেন, আমি মহান আল্লাহর নিকট শুকরিয়া জানাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি সম্মানিত বিচারক পষর্দের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি। তিনি বলেন, আমার উপর অবিচল আস্থা রাখার জন্য আমিও অকৃত্রিম কৃতজ্ঞতা ও সম্মান জানাই উপজেলা শিক্ষা অফিস, সুন্দরগঞ্জ এর প্রতি।
কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান তার বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকসহ সকল সহকর্মী ও কোমলমতী শিক্ষার্থীদের প্রতি, যারা তাকে অশেষ উৎসাহ, উদ্দীপনা ও অনুপ্রেরণা যুগিয়েছেন। রেজাউল বলেন, আমি শিক্ষকতার পাশাপাশি সংগীত চর্চাও করি এবং আমার সংগীত চর্চাতেও শিক্ষকতা পেশাকেই খুঁজে পাই। আগামীতে শিক্ষা পরিবারের সকলকে নিয়েই তিনি পথ পাড়ি দিতে চান এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।