
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌরশহরের সেন্ট্রাল হাসপাতালের সামনে থেকে এক মাদক ব্যবসায়ীকে ৭০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চাটখিল পৌরশহরের সুন্দরপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে খোরশেদ আলম (৪০)। থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী কে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।