মোঃ শফিকুল ইসলাম সবুজ,নাগরপুর উপজেলা প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় উৎসব দূর্গা পুজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১/০৯/২০২২ ইং) উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন,নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন, নাগরপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার সাহা সাধারণ সম্পাদক শ্রী রাম কৃষ্ণ সাহা রামা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক প্রমুখ।
এসময় বক্তরা বলেন প্রতি বছর
দূর্গা পূজাকে কেন্দ্র করে একটি মহল সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার জন্য মন্দির প্রতিমা ভাংচুরের মতো ঘৃন্য কাজ করে থাকে। দুস্কৃতিকারীদের প্রতিহত করতে প্রশাসনের পাশাপাশি সকলকে নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির কমিটির সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।
এবছর নাগরপুর উপজেলার ১২ টি ইউনিয়ন এ ১৩৫ টি পূজা মন্ডবে এক সাথে পূজা উদযাপন
হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেত্রবৃন্দ।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.