২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

টাংগাইলের নাগরপুরে দৃর্গা পূজা উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২২
টাংগাইলের নাগরপুরে দৃর্গা পূজা উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

Sharing is caring!

 

মোঃ শফিকুল ইসলাম সবুজ,নাগরপুর উপজেলা প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় উৎসব দূর্গা পুজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১/০৯/২০২২ ইং) উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন,নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন, নাগরপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার সাহা সাধারণ সম্পাদক শ্রী রাম কৃষ্ণ সাহা রামা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক প্রমুখ।

এসময় বক্তরা বলেন প্রতি বছর
দূর্গা পূজাকে কেন্দ্র করে একটি মহল সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার জন্য মন্দির প্রতিমা ভাংচুরের মতো ঘৃন্য কাজ করে থাকে। দুস্কৃতিকারীদের প্রতিহত করতে প্রশাসনের পাশাপাশি সকলকে নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির কমিটির সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।
এবছর নাগরপুর উপজেলার ১২ টি ইউনিয়ন এ ১৩৫ টি পূজা মন্ডবে এক সাথে পূজা উদযাপন
হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন কমিটির নেত্রবৃন্দ।