২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাটখিলে যুব উন্নয়নের প্রশিক্ষণের টাকা আত্মসাৎ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২২
চাটখিলে যুব উন্নয়নের প্রশিক্ষণের টাকা আত্মসাৎ

Sharing is caring!

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিলে যুব উন্নয়নের হেলথ কেয়ার এ্যাসিটেন্ট কোর্সের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের যাতায়াত ভাতা আত্মসাৎ করেছে প্রমিজ স্বেচ্ছাসেবী যুব ফোরাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধায়নে প্রমিজ স্বেচ্ছাসেবী যুব ফোরাম ২০জন যুবক ও ১০জন যুব নারীকে ঐ প্রশিক্ষণ কোর্স গত বছরের ১৫ আগস্ট সপ্তাহব্যাপী পরিচালিত করে। প্রশিক্ষণ শেষে উপজেলা যুব উন্নয়ন কার্যালয় থেকে প্রমিজ স্বেচ্ছাসেবী যুব ফোরাম কে প্রশিক্ষণার্থীদের প্রত্যেকের জন্য ৬০০টাকা হারে ১৮হাজার টাকা ভাতা প্রদান করে। ঐ স্বেচ্ছাসেবী সংগঠন কোন প্রশিক্ষণার্থীকে ভাতা প্রদান না করে প্রশিক্ষণার্থীদের স্বাক্ষর জাল-জালিয়াতি করে প্রাপ্তি স্বীকার ফরমে স্বাক্ষর আদায় করে। অন্যদিকে কোর্স ফি হিসেবে প্রমিজ স্বেচ্ছাসেবী যুব ফোরাম প্রত্যেক প্রশিক্ষণার্থী থেকে ১হাজার৫০০টাকা করে ৪৫হাজার টাকা আদায় করে। প্রশিক্ষনার্থীদের সূত্রে জানা যায়, স্থানীয় আবুল বারাকাত প্রমিজ স্বেচ্ছাসেবী যুব ফোরাম পরিচালনা করে আসছেন। এব্যাপারে আবুল বারাকাতের মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করে সংযোগ কেটে দেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এবিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহম্মেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের হেলথ কেয়ার এ্যাসিটেন্ট কোর্সটি দেশের প্রথম কোর্স হিসেবে প্রথম চাটখিলে পরিচালিত হয়েছে। করোনাকালীন সময়ে খালি সনদপত্রের সংকট থাকায় সনদ পত্র বিতরণ বিলম্বিত হয়েছে তবে দ্রুত প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হবে। প্রশিক্ষণার্থীরা যাতায়াত ভাতা না পাওয়ার অভিযোগের বিষয়ে তিনি প্রথমে জানান এই ব্যাপারে দুজনের সাথে আলাপ করতে হবে। দুজন কে জানতে চাওয়া হলে তিনি কোন সদুত্তর না দিয়ে কৌশলে বলেন তিনি শুনেছেন প্রশিক্ষণার্থীদের সাথে প্রমিজ স্বেচ্ছাসেবী যুব ফোরাম আলাপ করে যাতায়াত ভাতার টাকা দিয়ে অতিরিক্ত ক্লাস করিয়েছেন। তবে এই কোর্সের প্রশিক্ষণার্থী ফাহিম বিন হানিফ ও শিরিন আক্তার সহ অনেকেই যুব উন্নয়ন কর্মকর্তার বক্তব্য সঠিক নয় বলে দাবি করে জানান কোর্সটি যথাযথভাবেও করানো হয়নি।